আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১২, ২০২২, ১১:৫৫ এ.এম
রংপুরের যুবক নলছিটিতে গাঁজাসহ আটক

নলছিটিতে দুইকেজি গাঁজাসহ একজনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম শুক্রবার(১১নভেম্বর) রাত সাড়ে দশটায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা ।
আটককৃত মো. আসাদুজ্জামান শান্ত(৩৬) রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা তার বাবার মো. আবদুল বাতেন সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ঢাকার গাজীপুর থেকে গাঁজা ক্রয় নিয়ে এসেছে এবং ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ছিল।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত মো. আসাদুজ্জামান শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha