কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা'র সম্পাদক আবদুর রশীদ চৌধুরী।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল, সহকারী শিক্ষক মো. মহিবুল হক, লেখক সরকার মো. আখতারুজ্জামান হাফিজ সরকার, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের শিক্ষক মো. আশরাফুজ্জামান প্রমুখ।
ইউনিসেফ'র সহযোগিতায় দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন সাংবাদিক আফরিন মিম। শনিবার বিকেলে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে এ কর্মশালা শেষ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha