আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১০, ২০২২, ৬:২৬ পি.এম
চাটমোহরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পাবনার চাটমোহরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটছে বুধবার( ৯ নভেম্বর) রাতে পৌর সদরের অফ্রাতপাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে আজমত আলী( ৬২) বাড়িতে।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বুধবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে আজমত আলীর বাড়িতে পৃর্ব শত্রুতার জেরে একই মহল্লার মৃত আব্দুল মজিদ ছেলে আফছার আলী (৫৫) তার ১৫ জনের দলবল নিয়ে দরজা কেটে ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরের আলমারি খুলে নগদ ৭৩ হাজার টাকা একটা সোনার চেইন ও একজোড়া কানের দুল লুটপাত করে।
এসময় আজমত আলীর স্ত্রী ভানু খাতুন( ৫২) ও নাতি রাতুল(১০) বাধা দিতে গেলে আফছার আলী গং তাদেন কে মারধর করে গুরুতর আহত করলে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত আফছার আলী জানান,আমার ব্যাপারে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এ ব্যাপারে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান আজমত আলীর অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha