আটক মাদক বিক্রেতা হলো, ইমন আহম্মেদ কৌশিক(২২), পিতা-মৃত কামাল হোসেন, অপর পলাতক আসামী তুষার আহম্মেদ(২৩), পিতা-মনিরুল ইসলাম।উভয়ের বাড়ি ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান,মঙ্গলবার সন্ধ্যা ০৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই.তাহসিনুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল আসামি কৌশিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে ০৮ পিচ ফেন্সিডিল উদ্ধার করে।কৌশিককে ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হলেও এ সময় অপর আসামি তুষার দৌড়ে পালিয়ে যায়।এই দুইজন অনেকদিন যাবত এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল।পলাতক তুষারকে ধরতে আমার থানার টিম কাজ করছে,অতিদ্রুত একে গ্রেফতার করতে সক্ষম হব।
এ ঘটনায় ভাঙ্গা থানার এস.আই.তাহসিনুর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।