আজকের তারিখ : অগাস্ট ২, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২২, ২:৪৩ পি.এম
আদালতে একাধিক মামলাঃ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাগুরা জেলা প্রশাসকের নির্দেশ

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া চুড়ারগাতি পিসি মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি ৪ পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে, ঘুষ নেওয়া প্রার্থীদের নিয়োগ দেওয়ায়,সে নিয়োগ বাতিল চেয়ে আদালতে একাধিক মামলা হয়েছে।
গত ২২/০৯/২২ইং তারিখে আদালতে একটি মামলা করেন নিয়োগ বঞ্চিত প্রার্থী মৌসুমি বিশ্বাস পিতা অশোক বিশ্বাস গ্রাম চুড়ারগাতী এবং স্কুল কমিটির সদস্য হিজবুল আলম পিতা আব্দুল হাকিম গ্রাম আকসার চর, অমিত কুমার মন্ডল পিতা দুলাল চন্দ্র মন্ডল গ্রাম ধুলজোড়া ও আনোয়ারা বেগম স্বামী মৃত মোতালেব শেখ গ্রাম আকসার চর এ মামলায় প্রধান শিক্ষক শ্রীকান্ত বিশ্বাস ও সভাপতি রসকান্ত বিশ্বাস সহ ১২ জনকে বিবাদী করা হয়েছে মামলা নং ৩৬৬/২০২২।
এবং গত ৩১/১০/২২ ইং তারিখে দন্ড বিধির ৪০৬/৪২০/৫০৬(২)ধারায় আরেকটি মামলা করেন চাকুরি বঞ্চিত অপর এক প্রার্থী বাবুখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেনের ভাই মাসুদ রানা,সেখানে প্রধান শিক্ষক শ্রীকান্ত বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক আশুতোষ বসু পিতা চিত্তরঞ্জন বসুকে আসামী করা হয়েছে মামলা নং ৫২৮/২২ গত ০৮/১১/২২ তারিখে মামলাটির শুনানি হয়,শুনানি শেষ না হওয়ায় আগামী ১৪/১১/২২ তারিখে পরবর্তী দিন ধার্য্য করা হয়।
এছাড়া গত ০৪/১০/২২ ইং তারিখে জেলা প্রশাসকের কাছে অবৈধ নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষক শ্রীকান্ত বিশ্বাস এবং সভাপতি রসকান্ত বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চেয়ে এলাকাবাসী ইব্রাহিম খলীল একটি আবেদন করেন।সেই আবেদনের প্রেক্ষিতে গত ৩১/১০/২২ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ বিষয়টি আমলে নিয়ে ০৫.৪৪.৫৫০০.০২৬.০৫.০৩৫.২২-৩৫৩(২)নং স্মারক মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর মাগুরাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উল্লেখ্য ধুলজোড়া চুড়ারগাতি পিসি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর,অফিস সহায়ক,পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া পদে লোক নিয়োগের জন্য গত ২৭/০৮/২২ ইং তারিখে নিয়োগ পরীক্ষা দিন নির্ধারণ করা হয়,পরীক্ষার আগেই সমাজের কথা পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়া প্রার্থীদের নাম সহ খবর প্রকাশিত হলে তীব্র সমালোচনা ও কিছু চাকুরী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ তারিখের নিয়োগ পরীক্ষা স্থগিত করে কতৃপক্ষ।পুনরায় ১৬/০৯/২২ তারিখে নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য করে ঘুষ নেওয়া পত্রিকায় নাম প্রকাশিত হওয়া ৪ প্রার্থীকেই পরীক্ষায় প্রথম দেখিয়ে ২০/০৯/২২ তারিখে নিয়োগ বৈধ করণ মিটিং করে ঐ তারিখেই তাদের নিয়োগ পত্র প্রদান করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha