আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১১:১৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২২, ১২:৩৯ পি.এম
ডিজিটাল মেলার উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে চায়না মাঠ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ।
এসময় আরও বক্তব্য দেন পৌর মেয়র আবদুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার,উপজেলা প্রকৌশলী মীর আক্তারুজ্জামান,মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha