আজকের তারিখ : এপ্রিল ১০, ২০২৫, ১০:১৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২২, ৮:১৩ এ.এম
ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ট্রান্সফরমার বিস্ফোরণে একজনের মৃত্যু ঃ অপর ব্যক্তি আটক

ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপরজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনগন। জানা গেছে গত ৯ সেপ্টেম্বর রাতে আনুমানিক বারোটা থেকে দুইটার মধ্যে ফরিদপুর কোতয়ালী থানাধীন
কৃষ্ণনগর ইউনিয়নের ইসুবপুর গ্রামে জনৈক হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুটি হতে ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে শাকিল পিতা আব্দুস সাত্তার, সাং- ইউসুফপুর, থানা কোতোয়ালী, জেলা ফরিদপুর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি হতে লাশ নিচে নামায়।ঘটনার সময় মজনু শেখ,পিং- কাশেম শেখ, সাং-হোগলাকান্দি, থানা- কোতোয়ালী, জেলা- ফরিদপুর গুরুতর আহত হয়।ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে।
অপর একজন নাসির, পিং- রবিউল, সাং- হোগলাকান্দি,থানা কোতোয়ালী, জেলা- ফরিদপুরকে চোরের সহযোগী হিসেবে স্থানীয় জনতা আটক করে।সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha