আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৮, ২০২২, ২:১২ পি.এম
নলছিটিতে ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৮নভেম্বর) এ জরিমানা করা হয়।
নলছিটির সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে সেই মর্মে খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুম্পা সিকদার অভিযান চালিয়ে ড্রেজার আটক করেন। ড্রেজারের মালিক হলেন, বরিশাল জেলার আ. শুক্কুর হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুম্পা সিকদার বলেণ, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়েছে। আগামীতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha