আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১:৪৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৮, ২০২২, ১১:৪৭ এ.এম
ফরিদপুরে তিন দিনব্যাপী ব্যাংক এশিয়ার উদ্যোগে নারী উদ্যোক্তাদের এসএম ই কর্মশালা শুরু
ফরিদপুরে ব্যাংক এশিয়ার উদ্যোগ নারী উদ্যোক্তাদের মধ্যে তিন দিন ব্যাপী অনলাইন বিজনেস কর্মশালা আজ মঙ্গলবার সকালে এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে দরবার হলে আরম্ভ হয়েছে ।
উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার ফরিদপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক এস এম ফিরোজ হায়দার , অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজনীন হায়দার প্রশিক্ষক সম্পাদক ও প্রকাশক দা টেক ওয়ার্ল্ড বাংলাদেশ। এসএমই ফাউন্ডেশন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নাহিদুজ্জামান ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা।
অনুষ্ঠানে এস এম ই ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরে উদ্যোক্তাদের মধ্যে আলোচনা করা হয়। এছাড়া উদ্যোক্তাদের ধৈর্য ধরে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়। বক্তারা বলেন এসএমই ফাউন্ডেশন এর মাধ্যমে সবাইকে স্বাবলম্বী করতে তোলার জন্য ব্যাংক এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন উদ্যোক্তাকে অনলাইন ব্যবসার উপরে প্রশিক্ষণ প্রদান করবেন বলে সবাই জানান।
উল্লেখ করা যেতে পারে মোট ৩০ জন উদ্যোক্তা এ কর্মশালা অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha