আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২২, ৫:০২ পি.এম
খোকসা ২৮ জন যোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

কুষ্টিয়ার খোকসায় ২৮ জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রবিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যাচাই-বাছাই সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
কমিটি অপর দুজন সদস্য হলেন সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক ও ডেপুটি কমান্ডার মনজেল আলী উপস্থিত ছিলেন। এই সময় যাচাই-বাছাই কৃত মুক্তিযোদ্ধাগন ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বীরমুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন।
এই সময় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন আমি আমার সাধ্যমত শততার সাথে যাচাই-বাছাই সম্পন্ন করব। এখানে প্রকৃত মুক্তিযোদ্ধা যেন বাদ না পড়ে, সে সাথে মুক্তিযোদ্ধা নয় এমন লোক যেন না ঢুকে আমি সেদিকে খেয়াল রেখে যাচাই-বাছাই সম্পন্ন করব।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha