আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১:১৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২২, ৩:৩৩ পি.এম
ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক উন্নয়ন সংস্থায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতি উন্নয়ন সংস্থায় আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল।
সংবাদ সম্মেলনে আলাওল সাহিত্য পুরস্কারের জন্য বই আহ্বান করা হয় । এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় আলাওল সাহিত্য পুরস্কার ২০১৩-২২ সালের এই পূর্বের পুরস্কারের জন্য ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বই আহবান করা হয়েছে উল্লেখ্য যে প্রতিটি পুরস্কার এর মান নগর দশ হাজার টাকা এবং সংস্থার মনোনীত একটা ফলক।
২০১৩ সালের পুরস্কারের ক্ষেত্রে ২০১২ সালের পয়লা মার্চ থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত কবিতার বই বিবেচনা করা হবে। ২০২২ সালের পুরস্কারের জন্য কবিতা প্রকাশকাল ২০১৩ সালের পয়লা মার্চ থেকে ২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি, ছোট গল্প প্রকাশকাল ২০১২ সালের পয়লা মার্চ থেকে ২০২২ সালে ২৬ শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধ বিষয়ক স্মারক গ্রন্থ প্রকাশকাল ২০০১ সালের পয়লা মার্চ থেকে ২০২২ সালের আরশে ফেব্রুয়ারি নাট্যগ্রন্থ প্রকাশকাল ১৯৯১ সালে পহেলা মার্চ থেকে ২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি শিশু সাহিত্য প্রকাশকাল ১৯৯৯ সালে পহেলা মার্চ থেকে ২০২২ সালের ২৮ শে ফেব্রুয়ারি উপন্যাস প্রকাশকাল ২০২২ সালের পয়লা মার্চ থেকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি শিশু সাহিত্য প্রকাশকাল ১৯৯৯ সালে পহেলা মার্চ থেকে ২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি উপন্যাস প্রকাশকাল ২০১২সালের পয়লা মার্চ থেকে ২০২২ সালের ২৮ শে ফেব্রুয়ারি ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা গ্রন্থ প্রকাশকাল ১৯৭৭ সালে পহেলা মার্চ থেকে ২০২২ সালের ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত পাঠানো যাবে। বইয়ের প্রথম মুদ্রণের প্রকাশকাল বিবেচনা করা হবে ,বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থ সমূহ লেখকের মৌলিক ও নিজস্ব রচনাশৈলী সমৃদ্ধ হতে হবে।
বিদেশি কোন লেখকের বাংলাদেশের বাইরে প্রকাশিত গ্রন্থ বিবেচনার জন্য গৃহীত হবে না । লেখক বা প্রকাশকের পক্ষে ৬ কপি গ্রন্থ ২০২২ সালে ১৫ ডিসেম্বর এর মধ্যে সাধারণ সম্পাদক ফরিদপুর সাহিত্য ও সংস্কৃত উন্নয়ন সংস্থা জাস্টিস ইব্রাহিম রোড স্বাধীনতা চত্বর কোট কম্পাউন্ড ফরিদপুর ৭৮০০ এ ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিনিয়র সদস্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ , ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সংস্থার সহ-সম্পাদক সিরাজী কবির খোকন, নির্বাহী পরিষদের সদস্য আসমা আক্তার মুক্তা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শওকত আলী জাহিদ, নির্বাহী সদস্য রকিব উদ্দিন মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha