রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১ আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বরচিত লেখা আহবান করা হয়েছে। (০২,০২,২০২১) সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-প্রতি বছরের ন্যায় এবারও ফাল্গুন মাসের শেষ শুক্রবার ১২ মার্চ পাংশা কৃষি ফার্ম সংলগ্ন কবি ফিরোজ হায়দারের বাড়ির আম্রকাননে ২৬তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
(১৫,০২,২০২১) মধ্যে স্বরচিত কবিতা-গল্প এছাড়াও (২১,০২,২০২১), মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য লেখা আহবান করা হয়েছে। লেখার সাথে এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বরসহ ঠিকানা সংযুক্ত করতে হবে।
কবিতা ২৪ লাইন ও প্রবন্ধ ৩ পৃষ্ঠার বেশি নয়। লেখা কাগজের একসাইডে স্বাভাবিক অক্ষরে কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। বিদেশীদের জন্য বিনা খরচে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।
অনুষ্ঠান সূচীঃ সকাল ১০টায় কেরাত প্রতিযোগিতা, সকাল ১১টায় আবৃত্তি প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় নামাজের বিরতি, দুপুর ২টায় আলোচনা ও পুরস্কার বিতরণী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha