ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া বাজারে রাতে দোকান ঘর ভেঙ্গে সেই জায়গা দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিনোকদিয়া গ্রামের মধু মোল্যার ছেলে জাকির মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ২ নভেম্বর বুধবার ঐ দোকান ও জায়গার মালিক নজরুল মোল্যা বাদি হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ নেিয় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেও আশংঙ্খা করছে এলাকাবাসি।
জানাগেছে, বিনোকদিয়া বাজারের ২১০৮ নং দাগের ১৩ শতাংশ জায়গার পৈতৃক সুত্রে মালিক নজরুল মোল্যা। যাহা এসএ, বিএস এ নাম অন্তর্ভুক্ত রয়েছে। এবং দীর্ঘদিন যাবত ভোগ দখলে থেকে ভাড়ার ব্যবসা করে আসছে। কিন্তু ১ নভেম্বর রাতে প্রতিবেশী মধু মোল্যার ছেলে জাকির মোল্যা ২০/২২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জায়গার দোকান ভেঙ্গে জায়গাটি জোর পূর্বক দখল করে। এ সময় নজরুল মোল্যা বাধা দিতে এলে তাকে জাকির মোল্যার লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় নজরুল মোল্যা দৌড়ে পালিয়ে প্রান রক্ষা করে।
নজরুল মোল্যা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬৫ বছর যাবত এই জায়গা আমি ভোগ দখলে আছি। পৈতৃক সূত্রে আমি এই জায়গার মালিক। আমাদের নামে এসএ এবং বিএস রেকর্ড রহিয়াছে। সেই জায়গা আমাদের প্রতিবেশী জাকির মোল্যা মালিক দাবি করে রাতের আধারে জোর পূর্বক দখল করে নিয়েছে।
অভিযুক্ত জাকির মোল্যার সাথে যোগাযোগ করতে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে বলেন, এই জায়গার মালিক আমি। আমি এখন ব্যাস্ত আছি বলে ফোন কেটে দেয়।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, জায়গা দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষকে সংঘাত এড়িয়ে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। নজরুল মোল্যা বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha