আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২, ২০২২, ৭:৩১ পি.এম
খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নৌকা জয়ী

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদেরে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আকতার সাড়ে ৭ হাজার ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল থেকে উপজেলার ৫০টি কেন্দ্রে ভোট গ্রহন চলে।
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন। সকালে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতি বেরে যায়। লক্ষাধীক ভোটা থাকলেও মোট ৪৭৫৩২ ভোট পোল হয়েছে।
সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম সব কেন্দ্রের বেসরকারী ফলাফল ঘোষনা করেন। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আখতার ২৬৫৯২ ভোট পেয়ে বেসরকারী ভারে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন পেয়েছেন ১৯৯১৮ ভোট।
এ ছাড়া আনারস প্রতিক নিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১০১৮ ভোট।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha