আজকের তারিখ : জুলাই ২১, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২২, ২:৫০ পি.এম
চাটমোহরে যুব দিবসে র্যালী ও আলোচনা সভা

''প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ'' এ পতিপাদ্য পাবনার চাটমোহরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এদিন সকালে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক পদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহলের সভাপতিত্ব ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা নূরে আলম সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো মগরেব আলী প্রমূখ।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১১ জন যু্ব ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডের জন্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha