আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২২, ১:২৫ এ.এম
শতখালী যুব সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু

মাগুরা শালিখার শতখালী ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে গত ৩০শে অক্টোবর শুরু হয়েছে মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বাগডাঙ্গা-শতখালী ঘোষপাড়া কাত্যায়নী পূজা।
চলবে ৫ দিন ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।আসছে ৩ নভেম্বর দশমী পূজার মধ্যে দিয়ে শেষ হবে।এদিকে শান্তিপুর্ণভাবে এ পূজা সম্পন্ন করার জন্য শালিখা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সারা দেশে হিন্দু ধর্ম অনুসারীদের কাছে দুর্গা পূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও মাগুরা শালিখায় এর ব্যতিক্রম। ধর্মীয় আনুষ্ঠানিকতার মাঝে দুর্গা পূজা অনুষ্ঠিত হলেও শালিখা উপজেলার শতখালী এলাকায় হিন্দু সম্প্রদায়ের কাছে কাত্যায়নী পূজা মূল উৎসব।পূজার কারণে এরই মধ্যে বিভিন্ন বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন ঘটতে শুরু করেছে।
আয়োজক যুব সংঘের সভাপতি জনাব বিজয় কুমার মন্ডল বলছেন, পুরো আয়োজন দেখে জেলা উপজেলার দর্শনার্থীরা এবার শালিখা উপজেলার শতখালী ঘোষপাড়ার কাত্যায়নী পূজায় মুগ্ধ হবেন। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন মাগুরা শালিখা থানা পুলিশ।
এদিকে কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব বিশারুল ইসলাম জানান প্রশাসনিকভাবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha