কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: মোতাহার হোসেন খোকন এর গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালানো খোকনের এই গাঁজা সেবনের ছবি শনিবার ২৮ অক্টোবর ফেসবুকে দেখা যায়।
এ ঘটনায় অনেকেই বিভিন্ন ধরনের বিরুপ মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, একজন প্রার্থী যদি মাদক সেবনকারী হয় তাহলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সে কিভাবে জনগণের সেবা করবে। সে নিজেই তো একজন নেশাখোর মনে হচ্ছে, তাহলে কিভাবে সে সাধারন জনগনকে ভালো পথে নিয়ে আসবে বা মানুষের জন্য ভালো কিছু করবে!
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র বলছেন, তিনি মদ ও গাঁজা সেবন করেন। ইতিপূর্বে উপজেলা গেট বাসষ্ট্যান্ড ও খেয়াঘাটে নেশাগ্রস্ত হয়ে জ্ঞানহীন অবস্থায় দেখা গেছে।
তবে এ বিষয়ে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন খোকন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুধু সিগারেট খায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাঁজা সেবনের ছবি ভাইরালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ০২ নভেম্বর- ২০২২ ইং রোজ বুধবার ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভিজিল্যান্স টিম ও আইনশৃঙ্খলা অবজারভেশন টিম আনুষ্ঠানিকভাবে মাঠে পর্যবেক্ষন কার্যক্রম শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha