আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২২, ১২:৩১ পি.এম
ফরিদপুরে বিশ্বকাপ কে কেন্দ্র করে চলছে পতাকা বেচাকেনা

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের সবচাইতে বড় আসর বিশ্বকাপ। আর বিশ্বকাপ কে কেন্দ্র করে বিভিন্ন দেশের পতাকা বেচাকেনা শুরু হয়েছে ইতিমধ্যে। আর কয়েকদিন মধ্যেই বিভিন্ন দেশের পতাকা উড়বে শহরের বিভিন্ন প্রান্তে।
এ ব্যাপারে কথা হয় পতাকা বিক্রেতা মামুনের সাথে। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তিনি জানান তার বাড়ি ঢাকা থাকেন ফরিদপুরে। মূলত তিনি বিভিন্ন দেশের জাতীয় পতাকা বিক্রি করেন । আর কয়েকদিন পর খেলা শুরু হলে তার বিক্রি বাড়বে।
বর্তমানে প্রকারভেদে প্রতিটা পতাকা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। এছাড়া ছোট পতাকা বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকার ভিতরে।পতাকা বিক্রিতে শীর্ষ অবস্থান করছে ব্রাজিল ও আর্জেন্টিনা পতাকা। এছাড়া ইংল্যান্ড জার্মানি সহ অন্যান্য দেশে পতাকা বিক্রি হচ্ছে মোটামুটি।
তিনি জানান সময় এগিয়ে আসলে বিশ্বকাপে পতাকা বেচাকেনা ভালো হবে। যদিও বাংলাদেশ বিশ্বকাপে নেই তারপরও বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে ভালই। মূলত তরুণ প্রজন্মের লোকজনের কাছে এই বিশ্বকাপের পতাকার চাহিদা সবচেয়ে বেশি বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha