আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ১২:৩৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৯, ২০২২, ৮:২৮ পি.এম
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ঘোষপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুনজুর রহমান তুষারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম বাকের ইদ্রিস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনিচুজ্জামান, এ কে আজাদ মুক্তসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha