রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির বিভিন্ন গ্রামে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে স্থাপিত পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন করেছেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।
সোমবার (০১.০২.২০২১) বিকেলে কশবামাজাইল ইউপির ভাতশালাসহ আশপাশের গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্থাপিত পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন করেন তিনি।
এ সময় পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রোকনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা ও মমরেজ আলী উপস্থিত ছিলেন। কৃষিবিদ রতন কুমার ঘোষ পারিবারিক পুষ্টিবাগানের কৃষক-কৃষাণিদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫