আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৭, ২০২২, ৮:২৫ পি.এম
খোকসায় যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থা রূপান্তর শুরু" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারে আয়োজন এক বর্ণাঢ্য র্্যালীর আয়োজন করা হয় র্্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে খোকসা সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, গোপগ্রাম এজেট এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, খোকসা উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, বিলজানি দাখিল মাদ্রাসা সুপার আব্দুল আওয়াল, আব্দুল কুদ্দুস প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো শিক্ষক দিবস পালন করার সুযোগ করে দিয়েছে এটা অনেক বড় উপহার।
-শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্যর্্যালীর ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha