আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১২:৫১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৭, ২০২২, ৬:৩৯ পি.এম
খোকসায় রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও ডায়াবেটিস সেন্টার এর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় মানুষ মানুষের জন্য এই ব্রতকে সামনে রেখে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার প্রকল্পের আওতায় খোকসা ডায়াবেটিস সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ শে অক্টোবর-২০২২ বৃহস্পতিবার দুপুরে জানিপুর-শোমসপর রাস্তার কাদিরপুরে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও উক্ত সমিতির অন্যতম সদস্য শেখ সাইদুল ইসলাম প্রবীন।
সমিতির যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম তসর এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এর যুগ্ম মহাসচিব ও সদস্য ইব্রাহিম হেলথ কেয়ার কমিটি অধ্যাপক ডাক্তার রশিদ-ই-মাহাবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামুজ্জামান সোয়েল, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস আর খান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সদস্য রফিকুল ইসলাম খান।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোকসা ডায়াবেটিস সমিতির প্রধান পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি হেলথ লিমিটেডের পরিচালক ফারুক আজম ও তার স্বধর্মিনী রাবেয়া খানম, কমিটির আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, ড. আমানুল আমান, রবিউল আলম বাবুল, মোহাম্মদ আলী, জিল্লুর রহমান, নাজিমুজ্জামান, নুরুজ্জামান, ইসলাম প্রিন্সসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী দিনের বিশেষজ্ঞ ডাক্তারগণ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে রোগী দেখেন। এছাড়াও ঢাকায় বারডেম জেনারেল হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha