চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ,রাসায়নিক সার ও অন্যন্য উপকরণ বিতরণের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃসেরাজুল ইসলাম প্রমূখ।
এসময় প্রতি জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি করে সারসহ অন্যন্য উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha