শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একাই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব হুমায়ুন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মধ্যে বাংগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আকতার,খয়রাবাদ সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মুনশুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, রহনপুর সরকারি আহন্মদি বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক ও বাংগাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।