আজকের তারিখ : মে ১১, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২২, ১০:০৩ এ.এম
ফরিদপুরে পালিত হল দীপাবলি ও শ্যামা পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় বৃহত্তম উৎসব দীপাবলী ও শ্যামা পূজা উৎসব গত সোমবার পালিত হয়েছে। তবে বৈরী আবহাওয়া কারণে বেশিরভাগ মন্দিরেই ভক্তবৃন্দের উপস্থিতি ছিল অত্যন্ত কম । তাছাড়া এ সময় লোডশেডিং এর কারণে অনেক মন্দিরে শুধুমাত্র মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পূজা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে ফরিদপুর পুরাতন কালিবাড়ির কর্মকর্তা দেবপ্রসাদ চক্রবর্তী জানান আমরা কালী পূজা করি সর্বসাধারণের মঙ্গলের জন্য। বিশ্ব শান্তি মঙ্গল কামনায়, মহামারী দুঃখ কষ্ট থেকে পরিত্রান পাবার জন্য। সবাই যাতে সুন্দরভাবে পরিত্রান পায় এবং মায়ের আশীর্বাদ জীবন চলতে পারে এবং সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারি এ উদ্দেশ্যে কালী পূজা করা হয়।
এদিকে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় লোডশেডিং এর কারণে এবং বিরূপ আবহাওয়ার কারণে এবার পুজোতে অপেক্ষাকৃত অনেক কম ভক্ত বৃন্দের সমাগম ঘটে। বেশিরভাগ মন্দিরে শুধুমাত্র চার্জার লাইট ও মোমবাতি জ্বালিয়ে পুজো অনুষ্ঠিত হতে দেখা যায় । এ সংবাদ লেখা পর্যন্ত বেশ কয়েকটা মন্দিরে পূজা চলছিল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha