কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মোহিষাডোরা গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩অক্টোবর রোববার রাত ১১ টার সময় আওয়ামীলীগ নেতা ইনতাজ ঘটক (৪৭) মারা যায়। নিহত ইনতাজ উক্ত গ্রামের মৃত মুনতাজ শেখ এর পুত্র।
এঘটনায় অত্রএলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনার প্রেক্ষিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরাও ঘটনাস্থলীয় এলাকায় অবস্থান নিয়েছেন। হত্যাকান্ডের ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় ১৭ জনকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাত আরো কয়েকজনকে জড়িত করে ইতোমধ্যেই ভিকটিমের পরিবারের পক্ষে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের নিকট থেকে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ২৩ অক্টোবর শনিবার রাত অনুমান ৯ টার দিকে তার বাড়ির কাছের রাস্তার পাশে তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ত্রাসীরা দলবেধে
এসে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারি ভাবে মেরো রক্তাক্ত জখম কওে পালিয়ে যায়। পওে তাকে উদ্ধার কওে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা য়ায়।
রোববার রাতে ইনতাজের মৃতুর সংবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। ধরমপুর ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু জানান, নিহত ইনতাজ ১ নং ওয়ার্ড আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক ছিলেন । তিনি পেশায় ঘটকালী ব্যবসার সাথে জড়িত ছিলেন। সম্প্রতি বিবাদমান জমির মালিকানা সংক্রান্ত কাগজ-পত্র ইত্যাদি উঠানোর পর এই সহিংস ঘটনাটি ঘটে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, এলাকায় উত্তেজনা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, এ ঘটনায় ভেড়ামারা থানায় ১৭ জনকে এজাহার নামীয় আসামী করে হত্যা মামলা হয়েছে। মামলা নম্বর ২১ তারিখ ২৩/১০/২২ ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫