আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৩, ২০২২, ৯:৫৫ পি.এম
খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন কুষ্টিয়ার তাহমিনা

কুষ্টিয়ার মেয়ে তহমিনা আফরোজা নাছরিন বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন । তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২২ খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হওয়ার গৌরব অর্জন করেন।
কুষ্টিয়া শহরের উত্তর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আফরোজা নাছরিন শিক্ষা জীবনের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সহ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে। এরপর বিএড ও এমএড কোর্সে প্রথম শ্রেণী লাভ করেন।
কুষ্টিয়া শহরের পূণ্যভূমিতে জন্ম ও আমলাপাড়া এলাকায় বেড়ে ওঠা জীবনে তিনি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন, উদ্যমী ও কর্ম পরায়ন একজন মানুষ। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার কৃতি স্বরূপ তিনি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকার মর্যাদা লাভ করেন।
পারিবারিক জীবনে তাঁর দুই কন্যা সাদিয়া আফরিন খান মেডিকেলে অধ্যয়নরত ও সামিয়া আফরিন খান মাইশা ৪র্থ শ্রেণীতে পড়ে। তার স্বামী ড. মোঃ আব্দুল কুদ্দুস খান কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha