আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১১:৪৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২২, ৯:৩৬ পি.এম
ভেড়ামারায় ইউএনওকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিডি) পদে পদোন্নতি জনিত বদলী হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, কফেজান নেছা ও হাজী নিয়ামতউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, হাজী ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারকে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha