‘‘আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি’’-এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভাঙ্গা হাইওয়ে থানা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মাহবুবুল আলম। ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শাহিন আলম, পলাশ সাহা,সাংবাদিক নেতা মজিবর মুন্সী,আঃ মান্নান সহ নানা শ্রেনীপেশার লোকজন।
বক্তারা সড়কের বিভিন্ন নৈরাজ্য চিত্র তুলে ধরেন। তারা ভাঙ্গা বিশ^রোড গোলচত্বরে নসিমন করিমন,থ্রিহূইলারের অবাধ চলাচল, ধীর গতির যানবাহনের চলাচল,ফিটনেসবিহীন নানা যানবাহন,মোটর সাইকেলের রাস্তা দাপিয়ে বেড়ানো সহ নানা অসঙ্গতি তুলে ধরে এর প্রতিকারের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫