আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২২, ১:৫৪ পি.এম
ফরিদপুরে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস পালিত
আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়িতে ফিরি। এই স্লোগানের মধ্য দিয়েই ফরিদপুরে পালিত হল জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ।
ফরিদপুর জেলা প্রশাসন সড়ক ও জনপথ বিভাগ, এবং বিআরটিএ সদর সার্কেলের আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার সকালে শহরের রাজবাড়ী রাস্তার মোড় হতে একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
র্যালিটি ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ে এসে পৌঁছলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, হাইওয়ে পুলিশ অফিসার এস এম শহিদুর রহমান ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন সুমেল, বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রাশেদ, সহ-সভাপতি আসাদুর রহমান খান , সাংবাদিক পান্না বালা, ফরিদপুরের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মোটর ওয়ার্কার্স ইউনিয়ন(১০৫৫) এর সভাপতি জুবায়ের জাকির, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুবহান মুন্সী,
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সহকারী পরিচালক মোঃ ইমদাদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিনের নির্বাহী পরিচালক ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।
সভায় বক্তারা পরিবহন চালকদের ট্রাফিক আইন মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন চালকদের প্রতি প্রতি আহ্বান জানান।
তারা একই সাথে ফিটনেস বিহীন গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগনাল মেনে চলার জন্য পরিবহন চালকদের প্রতি আহ্বান জানান।
তারা বলেন একটা সড়ক দুর্ঘটনায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় সে কারণেই আপনারা সতর্কতা হবে গাড়ি চালাবেন । বক্তারা ফরিদপুরে চার লেনের রাস্তা চালু হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে সভায় জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha