রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার ৩০ জানুয়ারী নজীরবিহীন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাস্টার বিপুল ভোটে বিজয়লাভ করেছেন।
পৌরসভার ৯টি কেন্দ্রেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার পেয়েছেন ১১হাজার ১৬১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক ফরহাদ জগ প্রতীকে পেয়েছেন ৪হাজার ২৪৩ ভোট। এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রইচ উদ্দিন খান ধানের শীষ প্রতীকে ১হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে লাইলী বেগম, ২নং ওয়ার্ডে জেসমিন আক্তার ও ৩নং ওয়ার্ডে সেফালী বেগম নির্বাচিত হয়েছেন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃ ছোরাফ আলী মন্ডল, ২নং ওয়ার্ডে আব্দুল মোতালেব মোল্লা, ৩নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন খান, ৪নং ওয়ার্ডে গোবিন্দ চন্দ্র কুন্ডু, ৫নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডে বাদশা মন্ডল, ৭নং ওয়ার্ডে খোন্দকার মাহবুব হোসেন রিপন, ৮নং ওয়ার্ডে মোঃ ওদুদ সরদার ও ৯নং ওয়ার্ডে চাঁদ আলী সরদার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমর্থিত লোকজন।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান পাংশা পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha