আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:৫৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২২, ৯:৫৭ পি.এম
শহীদ সুফি নাট্যচক্রের দুই দিনব্যাপী মঞ্চনাট্যোৎসব শুরু
জাগো মানুষ, জাগাও বিবেক, নব নাট্যালোকে এই স্লোগানের মধ্য দিয়ে শহীদ সুফি নাট্যচক্রের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী নাটক উৎসব শুরু হয়েছে, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় শিল্পকলা একাডেমির মঞ্চে দুইদিন ব্যাপী নাট্য উৎসব আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শামসুল বারী শানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা ও চেয়ারম্যান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও মহা পরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকি, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জনাব উত্তম কুমার সাহা সভাপতি মন্ডলী সদস্য (ঢাকা বিভাগ) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চন্দন রেজা অভিনেতা নাট্যকার নির্দেশক ও সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে শহীদ সুফি নাট্যচক্রের সহ-সভাপতি প্রফেসর ডঃ হাফিজুর রহমান, ফরিদপুর জেলা প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনুস আলী প্রামানিক প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম দিন তিনটি সংগঠন তাদের নাটক পরিবেশন করে। সংগঠনগুলো হল শহীদ সুফি নাট্য চক্রের পরিবেশনায় এবং শেখ ফরিদ আহমেদের রচনা ও নির্দেশনায় একজন ফুলির গল্প। বহুরূপী সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় মোঃ আব্দুস সালাম মোল্লা রচনা ও এস এম আমির হোসেন এর নির্দেশনায় ধলার মোড় এবং মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মমতাজ উদ্দিন আহমেদের রচনায় এবং অপূর্ব সূচনার নির্দেশনায় নাটক ছহি বড় বাদশাহী কাব্য মঞ্চস্থ করা হয়।
রবিবার দ্বিতীয় দিন আরো দুটি সংগঠন মঞ্চে তাদের নাটক পরিবেশন করবে। নাটক মঞ্চস্থ হবার পর প্রত্যেকটা সংগঠনকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha