ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আরাফ নামের একবছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেওতা গ্রামের শাহ বারেক হাওলাদারের ছেলে।
শিশুটি স্বজনরা জানান, কয়েকদিন আগে সে ওই গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল।সবার অগোচরে সে বাড়ির পাশে খালে পড়ে ডুবে যায়।
আরও পড়ুনঃ পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থী ইমরানের দায়িত্ব নিলেন রাসিক মেয়র লিটন |
এদিকে তার বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুজির পর বাড়ির পাশে খালে ভাসতে দেখে । পরে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।