”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”, “বর্জের পরিশোধ, নিশ্চিত হবে টেকশই স্যানিটেশন” শ্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ২০২২ এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় জনস্বাস্থ্য প্রকৌশলীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশাল একর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (২০অক্টোবর) সকাল ১০টার সময় নিজ কার্যালয়ে উপজেলার নির্বাহী কর্তকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার, মোঃ শায়খুল ইসলাম, অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ ছাইদুর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান, মোঃ বুলবুল হাসান পিপুল , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ। উপজেলা শিক্ষা অফিসার, আহসান আরা। উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন। সহকারী প্রোগামার, আইসিটি বিভাগ মোঃ আলমগীর হোসেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা পল্লী উন্নয়ন বিআর ডিবি অফিসার মোঃ জহির উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা । নির্মল কুমার মন্ডল।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন সবুজকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ ,এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ছাইদুর রহমান, সহকারী প্রকৌশলী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভেড়ামারা, কুষ্টিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।