আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২২, ২:২৭ পি.এম
নব নির্বাচিত নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোসকে সংবর্ধনা
নড়াইল জেলা পরিষদের নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোসকে নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার
বিকেলে নড়াইল প্রেসক্লাবের হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী
সাবেক সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম মুনীর হোসেন, তারিকুজ্জামান লিটু, মাহবুবুর রশিদ লাবলু, সুলতান মাহমুদ,সুজয় কুমার বকসী,আসাদ রহমান,আব্দুর সাত্তার, শরিফুল ইসলাম বাবলূ,হাফিজুল নিলু প্রমুখ। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান তার বিজয়ে প্রধান শেখ হাসিনা, নড়াইল-১ ও ২ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সমস্ত দলীয় নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, এর আগে একবার নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছি। আমার ওপর নতুন করে যে দায়িত্ব দেওয়া হলো তা আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং জেলার আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে নিরন্তর কাজ করে যাব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha