আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২২, ১০:৫০ এ.এম
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল ৫৯ তম জন্মদিন পালন

ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে
জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহরে একটি বর্ণাঢ্য র্্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহমুদা বেগম,সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জনাব গোলাম মোহাম্মদ নাছির সদস্য সচিব ইমান আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম আলী আজগর মানিক সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে র্্যালীটি জেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha