আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২২, ১০:২৫ এ.এম
বোয়ালমারী উপজেলায় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় বোয়ালমারী উপজেলার জর্জ একাডেমী মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ১১ অক্টোবর ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ।
মোঃ মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালমারী, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন খান, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, বোয়ালমারী, ফরিদপুর, মোহাম্মদ ইসরাফিল মোল্লা, প্রধান শিক্ষক, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় সহশাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha