চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাছ চুরির মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় ঘটনায় মামলা করা হয়েছে।
গত শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এস আই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বিষয়টি রবিবার (১৬ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোমস্তাপুর উপজেলার সিঙ্গাবাদ পাথার বিলের ইজারদার মামনুর রশিদের দায়ের করা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করতে গেলে স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় জনকে এজাহার নামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে উপ-পরিদর্শক (এস আই) শওকত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য গত শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়ানের বিভিষন এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার আসামীদের ধরতে গেলে জেলেরা ৪ জন পুলিশ সদস্যদের উপর হামলা চালায় এতে পুলিশ কন্সেটবল সাজ্জাদ আলী গুরুতর আহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha