আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২২, ১১:৫৫ পি.এম
রাত পোহালে জেলা পরিষদের নির্বাচন

রাত পোহালে জেলা পরিষদের নির্বাচন-২০২২। কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব সদর উদ্দিন খান শক্ত অবস্থান রয়েছে জয় এখন সময়ের ব্যাপার।
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও জাসদের মনোনীত প্রার্থী গোলাম মহসিন। তবে ২ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সদর উদ্দিন খান সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন।
বিভিন্ন এলাকায় ভোটারদের মতামতের ভিত্তিতে জানা যায় তার জয় এখন সময়ের ব্যাপার মাত্র। অপরদিকে জাসদের মনোনীত প্রার্থী গোলাম মহসিন তেমন একটা সুবিধা করতে পারবে না, অনেকে মনে করেন তার জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে ।
ছয়টা উপজেলায় ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটা কেন্দ্রের রসানো হয়েছে সিসি ক্যামেরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha