আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৪:৪৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২২, ৫:৪৩ পি.এম
সালথা তান্ডবের দেড় বছর পর দোকান খুলেছে ফুকরা বাজার ব্যবসায়ীরা
গত বছরের ৫ এপ্রিল ফরিদপুরের সালথায় ভয়াবহ সহিংস তা-বের ঘটনায় বন্ধ থাকা ফুকরা বাজার প্রায় দেড় বছর পর খুলেছেন ব্যবসায়ীরা।
ওই বাজার থেকেই সহিংসতার সুত্রপাত হয়েছিল। যেকারণে প্রশাসেনর পক্ষ বাজারটি বন্ধ করে দেয়া হয়। এখন সেই প্রশাসনের নির্দেশেই বাজারটি খোলা হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জানা গেছে ২০২১ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের এই ফুকরা বাজারে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে যান তৎকালীন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হীরা মনি। এ সময় তার গাড়ি থেকে নেমে কয়েকজন আনসার সদস্য বাজারে উপস্থিত কয়েকজনকে লাঠিপেটা করে। তখন ওই বাজারের লোকজনের সঙ্গে সহকারী কমিশনারের গাড়িতে থাকা আনসার সদস্যদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায় ওই বাজারে স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন।
পরে তারা গুজব ছড়িয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ নিয়ে উপজেলা চত্বরে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে বিভিন্ন সরকারি দফতর ও থানায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ পর্যন্ত তা-ব চালায়। সম্পুর্ণ পুড়িয়ে দেয়া হয় দুটি সরকারি গাড়ি। সালথার ইতিহাসে এমন ভয়াবহ তা-ব আর কখনো হয়নি। তা-বের ঘটনায় জুবায়ের হোসেন (২০) ও মিরান মোল্যা (৩৫) নামে দুই যুবক নিহত হয়। বাজারের ব্যবসায়ীরা জানান, সালথায় তা-বের ঘটনায় আমাদের বাজারটি বন্ধ কওে দিয়েছিল প্রশাসন। এই বাজারে নানা ধরণের শতাধিক দোকানপাট রয়েছে।
দোকান মালিকেরা এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। বাজারটি বন্ধ করে দেয়ায় বাজারের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘদিন পরে হলেও বাজারটি খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবান জানান ব্যবসায়ীরা। সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রশাসনের অনুমতিক্রমে গতকাল শুক্রবার ফুকরা বাজারের দোকানপাট খোলা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা এখন নিয়োমিত দোকান খুলবেন।
তবে এই ধরণের সহিংস কর্মকা- যাতে বাজার থেকে আর কোনদিন না হয়, সে ব্যাপারের বাজারের ব্যবসায়ীদের কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha