‘‘দুর্যোগে আগাম সতর্ক বার্তা সবার জন্য কার্য ব্যবস্থা’’ এ প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাষনের আয়োজনে ‘‘আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস-২০২২’’ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয় কমহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃসহীদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আঃসালাম খান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। সভায় ‘‘দূযোর্গে আগাম সতর্ক বার্তা সবার জন্য কার্য ব্যবস্থা’’ এবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনষ্ঠানে সার্বিক সহোযোগিতায় ছিলেন ভার্ক- জুরিখফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট ফরিদপুর।
সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সমহড়ার মাধ্যমে দূর্যোগ প্রতি রক্ষায় বিভিন্ন প্রাথমিক প্রদক্ষেপ তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha