আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ৪:৩২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২২, ৩:৩৫ পি.এম
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন আবুল কালাম আজাদ।
বিজ্ঞপ্তিতে সাবেক এই জেলা পরিষদ সদস্য উল্লেখ করেন, তিনি শারীরিকভাবে চরম অসুস্থ। চলাফেরা করতে পারছেন না। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুরুহ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এ প্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর স্বিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২ নং ওয়ার্ডে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর দু'জন হলেন- আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha