সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য কৃতি খেলোয়াড় সাথী বিশ্বাস ও ইতি রানীকে গণসংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার ১১ অক্টোবর সকাল ১০ টার সময় জেলা প্রশাসন, জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্রীড়া সংস্থা আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-০১ এ্যাডভোকেটমোঃ সাইফুজ্জামান শিখর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান, উপজেলা নিবার্হী অফিসার শ্রীপুর লিউজা-উল- জান্নাহ , জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম. সিরাজুদ্দোহা, মেয়র মাগুরা পৌরসভা খুরশিদ হায়দার টুটুল, সহ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বাসুদেব কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা আলহাজ্ব মকবুল হোসেন, সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন জিল্লুর রহমান লাজুক। উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ ২২ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিউজা-উল- জান্নাহ ঐ দুই নারী ফুটবলারের বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেন।এ সময় দুই নারী ফুটবলারের শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও ০৭ অক্টোবর রোজ শুক্রবার জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সভাপতি প্রফেসর ডঃ নাসরিন আক্তার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেন। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি কৃতি খেলোয়াড় সাথী বিশ্বাস ও ইতি রানীকে ফুলের শুভেচ্ছা ,সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেকে এক লক্ষ টাকার চেক প্রদান করেন। এছাড়াও ফুটবল প্রশিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি,সহকারি কোচ সহিদুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যে, মাগুরা মহিলা ফুটবল এর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। এছাড়াও প্রধান অতিথি, মাগুরায় একটি ফুটবল একাডেমী স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য একটি খেলার মাঠ তৈরি করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha