আজকের তারিখ : এপ্রিল ২৫, ২০২৫, ৬:০৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১১, ২০২২, ৩:৫৫ পি.এম
ফরিদপুরে ব্যতিক্রম ধর্মী এক আয়োজন করল এনসিটি এফ

ফরিদপুরের ব্যতিক্রম ধর্মী প্রতিটি অনুষ্ঠানের আয়োজন করেছে এনসিটিএফ এরই অংশ হিসেবে সিভিল সার্জন হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলো দশম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১৬)। আজ মঙ্গলবার বেলা ১২ টায় ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুরের আয়োজনে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এর দায়িত্ব ১ ঘণ্টার জন্য পালন করে মনিরা আক্তার।
কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এই আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের ফরিদপুর জেলার সভাপতি হাফসা বীনতে হায়দার, ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স ফরিদপুর জেলার সহ-সভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ , শিশু সাংবাদিক শাহরীন ইসলাম মাহিন , জেলা ভলান্টিয়ার শামীম আহমেদ , শিশু গবেষক মনিরা আক্তার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।
দায়িত্বগ্রহণ করার পর মনিরা আক্তার বলেন, ‘আমি নিজেই একজন শিশু, কিন্তু আমি এতো বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি।’ জেলার হাসপাতাল গুলো নারী ও শিশু বাদ্ধব পরিবেশ সৃষ্টি করা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মনিরা । এই দিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানায়।সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতি জরুরি। মনিরা আক্তার এর সকল সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করবো।
এছাড়াও আমি আনন্দের সহিত সম্মতি প্রদান করলাম এবং সার্বিক সহযোগিতা সহ উপস্থিত থেকে কার্যক্রম কে গতিশীল করতে সহ যোগিতা করলাম। ভবিষ্যতে ও আমি এনসিটিএফ থেকে এরকম কার্যক্রম আশা করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha