ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। অপর দিকে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন একই থানার উপপরিদর্শক মো. মামুন ইসলাম। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, গ্রেফতার পরোয়ানা, মামলা নিষ্পত্তি, তামিলসহ সকল প্রকার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে জেলার ৯টি থানার ভেতর বোয়ালমারী থানা শ্রেষ্ঠ হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. শাহজাহান এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালচনা সভায় মুহাম্মদ আব্দুল ওহাব শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এছাড়া জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হয়েছেন একই থানার মো. মামুন ইসলাম।
অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব এর হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান বিপিএম পিপিএম (বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন করসহ জেলা পুলিশের সকল উদ্ধর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমার এ অর্জন একার দ্বারা সম্ভব হয়নি, সাংবাদিক, বিট পুলিশিং, স্থানীয় সুধী সমাজ থানার সকল পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে আমাদের এ অর্জন সম্ভব হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই বোয়ালমারী থানাকে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, জুয়া, ইভটিজিং, গ্রেফতার পরোয়ানা, মামলা নিষ্পত্তি, তামিলসহ বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজ গুলো অব্যহতি রাখতে সকলের সহযোগীতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha