জেলা রিটার্নিং অফিসার মাবুবুর রহমান জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পাবনা সদর পৌরবাসী তাদের ভোট প্রদান করেছেন। কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।
ভোটাররা জানিয়েছেন, এত সুন্দর পরিবেশে দীর্ঘবছর কোনো ভোট হয়নি। পাবনা সদর পৌরসভার স্বতস্বফূর্ত ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ভোট কেন্দ্র ও তার আশপাশ ছিল শান্তিপূর্ন।
কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের দু’দিন আগে মেয়র সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেনে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তাতে সাধারণ ভোটারের মধ্যে শঙ্কা ছিল সুষ্ঠু ভোট হবে কি না। কিন্তু সব আতংক আর উৎকন্ঠা কাটিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে, যা পাবনার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে থাকবে।
উল্লেখ্য, পৌরসভার ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহন হয়। মোট ভোটার ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha