মাগুরার মহম্মদপুর উপজেলায় হিরা নামের তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হিরা ওই উপজেলার হিরু মোল্যার মেয়ে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহতের পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের মাতম। নিহত হিরার মাকে কেউ সান্তনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছেন না। তিনি বারবার মুর্ছা যাচ্ছেন। এমন নৃশংস হত্যাকান্ড এলাকার কেউ মেনে নিতে পারছেন না।
নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে, ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই।’
হিরার বাবা হিরু মোল্যা বলেন, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তারা হিরাকে কুপিয়ে হত্যা করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, হিরু মোল্যারা মোট পাঁচ ভাই। এ ঘটনার পর দুই ভাই আলীম মোল্যা ও ফারুক মোল্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ওই এলকার ফাইম মোল্যাসহ উপস্থিত বিক্ষুদ্ধ জনতা নৃশংস এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহানুল ইসলাম বলেন, এটা একটি নৃশংস হত্যাকান্ড। মামলার পর তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ‘নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha