হিজরি ১২ রবিউল আউয়াল, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) দুনিয়াতে আসেন। ঠিক এই দিনেই তিনি রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির দুনিয়া থেকে বিদায় নেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালিত হয়।
এ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য মাগুরা জেলা উলামা পরিষদ রবিবার ৯ অক্টোবর ২০২২ সকাল ১০ টার সময় আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, পীর সাহেব সিদ্দিকীয়া দরবার শরীফ কলেজ পাড়া, আলহাজ্ব মাওলানা আব্দুল মোমিন সাহেব।
প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা -০১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন, আহ্বায়ক মাগুরা জেলা উলামা পরিষদ হাফেজ মোঃ আমজাদ হোসাইন, সঞ্চালনায় ছিলেন, হাফেজ-মাওলানা আলী আশরাফ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পীর সাহেব গঙ্গারামপুর মাগুরা আলহাজ্ব মাওলানা আবুল খায়ের, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা মুফতি হাবিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা পরিষদ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাছির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা খুরশিদ হায়দার টুটুল, অধ্যক্ষ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস, সভাপতি মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদ ডঃ মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা ইসলামিক ফাউণ্ডেশন এডি ডঃ মনিরুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমে ইসলামের জীবন পথে চলতে হবে। উক্ত আলোচনা সভা শেষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।