আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৮, ২০২২, ৬:০৯ পি.এম
ফরিদপুরে প্রথম টেনিস খেলোয়াড় তাসমিন তামান্না

ফরিদপুরে এ যাবত কোন টেনিস খেলোয়াড়ই সুযোগ পায়নি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক পর্যায়ে।
সেক্ষেত্রে প্রথমবার সুযোগ পেয়েছেন ফরিদপুরের মেয়ে তাসমিন তামান্না। ২০১৮ সালে তিনি বিকেএসপিতে ভর্তি হন এরপর প্রায় ১৫ - ২০ টা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং ভাল ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, ফরিদপুরের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিকেএসপি থেকে ট্রেনিং করছেন। এবং টেনিসে ভালো করার স্বপ্ন দেখছেন।
তার বাড়ি ফরিদপুরের সিএমবি ঘাটে। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার টেনিসে আসার অন্যতম কারিগর ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বিখ্যাত কোচ মাসুদুর রহমান চুন্নু। তামান্না স্বপ্ন দেখেন বাংলাদেশ টেনিসে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
আপাতত তার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ করা এবং সেখান থেকে উন্নত প্রশিক্ষণের জন্য সুদূর চীনের যে কোন ক্লাবে অংশ নিয়ে। তার প্রিয় খেলোয়ার হচ্ছেন মারিয়া সারা প্রভা। এছাড়া পুরুষ খেলোয়াড়দের মধ্যে রাফায়েল নাদালকে আইডল মনে করেন তিনি।
বিকেএসপিতে তার প্রিয় কোচ রোকনউদ্দিন আহমেদ। যদিও বর্তমানে ক্রিকেট ফুটবলে জন প্রিয়তার কারণে অন্যান্য খেলাগুলি প্রায় হারিয়ে যেতে বসেছে সেখানে টেনিসে তামান্না কতটুক ভালো করতে পারবেন সেটাই দেখার বিষয়।
আমরা চাই ফরিদপুরের ক্রীড়াঙ্গনে তার একটা উল্লেখযোগ্য অবদান থাক এবং ফরিদপুরের টেনিসে প্রথমবারের মতো কোন ভালো কোন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারলে সেটাই হবে ফরিদপুরের জন্য মাইল ফলক। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha