আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১১:২৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২২, ৫:০৭ পি.এম
মাগুরা মহম্মদপুরের ঝামা নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি এমপি ডঃ শ্রী বীরেন শিকদার
মাগুরা মহম্মদপুরে শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকা বাইচ মেলা মধুমতী নদীতে হয়েছে।
বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুর ৩.৩০ টার সময় মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজার এলাকায় ঝামা নৌকা বাইচ মেলা কমিটি মহম্মদপুর এর আয়োজনে মধুমতি নদীতে বিশাল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর দূর্গা উৎসবের বিজয়া দশমীর পরদিন ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে আসা দর্শকেরা নদীর দুই পাড়ে ঝামা, চরঝামা, আড়মাঝি, হরেকৃষ্ণপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থান নেয়। এই উৎসবকে কেন্দ্র করে মেলা সংলগ্ন প্রতিটি বাড়িতে এসেছে আত্মীয় স্বজন।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট বড় ৪ টি নৌকা আসা কয়েকটি দল অংশ নেয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতি নদীর দুই পাড়ে লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয়।নদীর দুই পাড়ে বসেছে বাহারি পণ্যের রকমারি বিভিন্ন শত শত দোকান-পাট। ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিনোদন প্রেমীরা। সকাল থেকেই মেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিষের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি রাখা হয় স্বেচ্ছাসেবক কর্মীদের।
পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। উদ্বোধক ছিলেন, সচিব মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) উপজেলা পরিষদ মহম্মদপুর বেবী নাজনীন।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মহাপরিচালক সমবায় অধিদপ্তর ডঃ তরুণ কান্তি শিকদার, মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ কলিমুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদপুর অসিত কুমার রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
উল্লেখ্য মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন পরিচালিত এন.এফ.সি চাইনিজ রেষ্টুরেন্ট এর সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha